রামগতি ৭ মার্চের ভাষনের বিশ^ স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রা

image_pdfimage_print

লক্ষ্মীপুর:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ^ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি অর্জন করায় লক্ষ্মীপুরের রামগতিতে আনন্দ উৎসব ওশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা করা হয়। এর পরে উপজেলা পরিষদ থেকে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর আলেকজান্ডার বাজার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষেআলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসাম মাহমুদ ফেরদৌস, পৌর মেয়র মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, চর গাজী ইউপি চেয়ারম্যানতাওহীদুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল প্রমূখ।আলোচনা সভা শেষে হলরুমে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও এ উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের উপর মাধ্যমিক শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Related Posts

en_USEnglish