রামগতিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

image_pdfimage_print

 

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় মো. রায়হান উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল) । এর আগে মঙ্গলবার রাতে রায়হান উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।

রায়হান উদ্দিন রামগতি উপজেলা চর রমিজ ইউনিয়নের টুমচর গ্রামের আবুল হাসেমের ছেলে।

মামলার বাদি উপজেলা যুবলীগের সভাপতি ভিপি হেলাল বলেন, সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ ও আমার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি’র স্ট্যাটাসের কমন্টেস বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই যুবক কটুক্তি করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Related Posts

en_USEnglish