রামগতিতে আনসার কমান্ডারের ওপর হামলা, গ্রেফতার হয়নি কেউ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন আনসার কমান্ডার মোতাহের হোসেনের ওপর হামলার ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরআগে গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার চর বাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে মোতাহের কামান্ডারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আহত মোতাহের ছেলে মো. মনির। মামলায় ৮জনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন একই গ্রামের মমিন উল্লাহ তার ছেলে ফয়সল ও রাসেলসহ তাদের লোকজন মোতাহের হোসেনের পুকুর থেকে জোরপূর্বক পানি সেচ দিতে থাকে। এসময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন মোতাহেরকে কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের লোকজন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য মোতাহের কমান্ডারকে নোয়াখালি হাসপাতালে পাঠানো হয়।
রামমগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Posts

en_USEnglish