রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায়

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ইং শিক্ষাবর্ষের ৫ শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন বিদায়ী শিক্ষার্থীরা।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রামগঞ্জ এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আবদুল আজিজের সভাপতিত্বে, রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন পাটওয়ারী ও সহকারি শিক্ষক ইউনুছ বেলালের যৌথ সঞ্চালনায় এই দোয়া ও বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও রামগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাসেদুল হাসান।

এইসময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মেয়র, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, এমপি মহোদয়ের স্থানীয় প্রতিনিধি বেলাল আহম্মেদ, উপজেলা যুবলীগের আহবায়ক, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, অভিভাবক রামগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সোহেল রানা,

এইসময়ে উপস্থিত ছিলেন অভিবাবক সদস্য এম এ হালিম খান লিটন, ম্যানেজিং কমিটির সদস্য মজিব উল্লাহ, কল্যান কমিটির সভাপতি নুর হোসেন, অত্রবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক অভিবাবিকাসহ প্রমুখ।

Related Posts

en_USEnglish