আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামগঞ্জ সরকারী কলেজের এসএসসি ও এইচএসসি ৯৫-৯৭ইং সালের প্রাক্তন ছাত্র/ছাত্রী বন্ধুদের দিনব্যাপী বর্নাঢ্য মিলন মেলা ২রা সেপ্টেম্বর ২০২২ইং (শুক্রবার) ঢাকাস্থ ধানমন্ডি লেকের পাড় পানসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
মিলনমেলা অনুষ্ঠানে বন্ধুদের বরণ, অভ্যার্থণা, কেক কাটা, স্মৃতিচারণ, ক্রেষ্ট বিতরণ, সেল্ফি তুলে সকলের হাতেহাতে রেখে বন্ধুদের বন্ধন করা হয়েছে। পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কুইজ ও রেফেল ড্র বিজয় বন্ধুদের হাতে পুরস্কার দেওয়া হয়। বন্ধুদের মধ্যে যে সকল বন্ধুদের মৃত্যু বরণ করেছে তাহাদের রুহের আত্নার মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে।
মিলনমেলা অনুষ্ঠানে সিদ্বান্ত সিদ্ধান্ত মোতাবেক ভবিষ্যতে রামগঞ্জ উপজেলাব্যাপী হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ধর্মীয়, সাংস্কৃতিক, বিনোদন, দ্বীনি শিক্ষার ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ সহ বেকারত্ব দূরীকরণ, রাষ্টীয় যে কোন দুর্যোগে সহযোগীতা করাসহ যে কোন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ।
৯৫-৯৭ইং সালের বন্ধু ত্রিদিব শাহ সার্বিক উদ্যোগে স্মৃতিচারণ অনুষ্ঠানে শেখ সোহেল, সাংবাদিক আবু তাহের,শাহাদাৎ হোসেন, মাহবুবুর রহমান, সফিকুল ইসলাম,শাহীন হোসেন, মাষ্টার মোশাররফ হোসেন,আনোয়ার হোসেনের,জিএস নজরুল ইসলাম, সোহেল পাটোয়ারী, জাকির হোসেন পাটোয়ারী, মমিন উল্যাহ স্বপন, আবুল কাশেম মুরাদ, মোঃ আরিফ হোসেন, মোঃ রিপন, মোঃ আঃ হান্নান,পার্থ বনিক,মোঃ সৈকত,সার্জেন্ট মাসুদ আলম সহ আরো অনেকে। মিলন মেলায় প্রায় দুইশতাধিক বন্ধু অংশ গ্রহন করেন।