রামগঞ্জে পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

image_pdfimage_print

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাখমিক বিদ্যালয় পরিচালনা কমিটি। ১০ ডিসেম্বর শনিবার সকালে বিদ্যালয় মাঠে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক আবু তাহের। এরপর আগত অতিথিদের ফুলেল শুভেচছা জানান প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইন।

প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক আবু তাহের এর সভাপতিত্বে প্রধান শিক্ষক সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবীবা মীরা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবীবা মীরা বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আজকের শিশুরাই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তাদেরকে পড়াশোনায় আরোও বেশি মনোযোগ বাড়ানোর আহবান জানান। এসময় তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা এখন ছোট, এ বয়সের আনন্দগুলো অল্প সময়ের জন্য হয়।

এসব ছোট আনন্দগুলো ত্যাগ করতে জীবনে এগিয়ে যেতে পারলে ছাত্রজীবন শেষে অনেক বড় আনন্দ তোমাদের হাতে ধরা দিবে। তাই জীবনে বড় আনন্দের প্রত্যাশায় তোমাদের এগিয়ে যেতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাধারন সম্পাদক কাউছার হোসেন, কার্যনির্বাহী সদস্য জাকির এইচ সুমন, স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি মাঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, অভিবাবক আবদুল করিম, বিদ্যালয়টির শিক্ষক ফাতেমা আক্তার, আফরোজা আক্তারসহ শিক্ষার্থী ও অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।

Related Posts

en_USEnglish