রাখাইনে গণহত্যা চলছে : তুরস্কের প্রেসিডেন্ট

মায়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইনে রোহিঙ্গা নিধনকে গণহত্যা বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আরও বলেছেন, যেসব দেশ গণতন্ত্রের দুয়া তুলে এ গণহত্যা দেখেও দেখছে না তারাও মায়ানমারের এ গণহত্যায় ইন্ধন দিচ্ছে।
তারাও সমান দোষে দোষী।

ঈদুল আজহা উপলক্ষ্যে তুরস্কের ইস্তানবুলে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান আরও বেশি রোহিঙ্গাদের প্রবেশের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান। তিনি এ বিষয়ে চলতি বছরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দেন। রোহিঙ্গাদের তুরস্কও সহায়তা দেবে বলে অঙ্গীকার করেছেন এরদোয়ান। সূত্র : গার্ডিয়ান

Related Posts

en_USEnglish