ময়লা ফেললে ‘নিতম্বে’ ৫০ বেত্রাঘাত!

image_pdfimage_print

লক্ষ্মীপুরে রাস্তায় ময়লা ফেললে দুই হাজার টাকা জরিমানাসহ ‘নিতম্বে’ ৫০ বেত্রাঘাত দেওয়া হবে। এমন একটি নোটিশ সড়কের পাশে খুঁটিতে ঝুলানো হয়েছে।

এতে লেখা রয়েছে ‘দয়া করে ড্রামের ভিতরে ময়লা ফেলুন, যদি ড্রাম ছাড়া রাস্তায় ময়লা ফেলেন তাহলে ২০০০ হাজার টাকা জরিমানাসহ পশ্চাতে ৫০ বার বেত্রাঘাত করা হবে’।

লক্ষ্মীপুর শহর এলাকার মোহাম্মদ আলী সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে এমন একটি সাইনবোর্ড (নোটিশ) গত কয়েকদিন থেকে ঝুলতে দেখা গেছে। ওই নোটিশের নিচে লিখা আছে- আদেশক্রমে মোহাম্মদ আলী সড়কের সচেতন নাগরিক।

তবে, শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কাউকে জরিমানা কিংবা ও বেত্রাঘাত করার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোহাম্মদ আলী সড়কে একটি নিদিষ্টস্থানে ময়লা ফেলার জন্য তিনটি ড্রাম দেওয়া আছে। এলাকার অসচেতন কয়েকটি পরিবারের লোকজন ময়লা ড্রামের ভেতরে না ফেলে রাস্তার ওপর ফেলে যায়। এতে পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধে এলাকাবাসী ও পথচারী অতিষ্ঠ হয়ে পড়েছে।

ওই সব পরিবারের লোকজনদের বলেও কোনো ফল আসছিলো না। যে কারণে ওই এলাকার কয়েকজন মিলে খুঁটিতে এ নোটিশ ঝুলিয়ে দেয়।

এ বিষয়টি সম্পর্কে জানতে যারা নোটিশ ঝুলিয়েছেন তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Related Posts

en_USEnglish