মুন্সিগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

image_pdfimage_print

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার বিকাল ৩টার দিকে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকা এই সংঘর্ষ হয়।

বিকাল পৌনে ৪টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষে উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

বিকালে মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়।

এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে। পুলিশও রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছে। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি ইটপাটকেলের আঘাতে দুজন সংবাদকর্মী আহত হয়েছেন।

Details coming soon…

Related Posts

en_USEnglish