মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই মোহনা নিউজের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:
স্বপ্নের কাছাকাছি স্লোগান সামনে রেখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজডটকম। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের চকবাজারের রতনপ্লাজার অস্থায়ী কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলাপরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান। মোহনানিউজের চীফ এডমিন জামাল উদ্দিন রাফির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, দৈনিক ভোরের কাগজের স্টাফরিপোর্টার কামাল হোসেন, দৈনিক রূপসী লক্ষ্মীপুর’র সম্পাদক কামালউদ্দিন হাওলাদার, দৈনিক ভোরের মালঞ্চের সম্পাদক মতিউর রহমান, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেন গুপ্ত, জেলাস্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত, দৈনিককালের কন্ঠ’র প্রতিনিধি কাজল কায়েস, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান ও সাপ্তাহিক নতুন পথ’র সম্পাদক বিএম সাগর।
বক্তারা বলেন, বর্তমানে অনলাইন সংবাদ মাধ্যম আছে অনেক। এর মধ্যে আমাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম বেচে নিতে হবে। মুক্তিযোদ্ধার চেতনাধারণ করে মোহনানিউজ মূলধারার সাংবাদিকতা করবে। এতে লক্ষ্মীপুরের তৃণমূল পর্যায়ে সমস্যা-সম্ভাবনা উঠে আসবে। ঘটনার পিছনের খবর দায়িত্বশীলভাবে অনলাইনে তুলে আনতে পারলেই মোহনানিউজকে পিছনে ফিরে তাকাতে হবে না। স্থানীয় উন্নয়নের পাশাপাশি অনলাইটিও তথ্যভান্ডার হিসেবে সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সাইফসুজন, চ্যানেল আইর প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, দৈনিকসংবাদ প্রতিনিধি মাসুদুর রহমান খাঁন ভুট্টু, ডেইলি অবজারভার প্রতিনিধি রবিউল ইসলাম খাঁন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক বণিক বার্তা’র প্রতিনিধি রাকিব হোসেন রনি, দৈনিক আলোকিত সময়’র প্রতিনিধি জামালউদ্দিন বাবলু, জেটিভি অনলাইন প্রতিনিধি মোঃ রুবেল হোসেন,দৈনিক দিনকাল প্রতিনিধি ড্যানি চৌধুরী শাকিক, দৈনিক মুক্তবাঙ্গালী’র বার্তা সম্পাদক রাজিব হোসেন রাজু, দৈনিক লাখো কন্ঠ
প্রতিনিধি নুর মোহাম্মদ, সংবাদকর্মী আলমগীর হোসেন, হালিমখাঁন লিটন ও মাহফুজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

Related Posts

en_USEnglish