মার্কিন র‍্যাপার কুলিও আর নেই

গ্র্যামি বিজয়ী সংগীতশিল্পী ও মার্কিন র‌্যাপার কুলিও আর নেই। বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মার্কিন সংবাদ সংস্থার কাছে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন এই গায়কের দীর্ঘদিনের বন্ধু ও তার ম্যানেজার জারেজ পোসি।

এ প্রসঙ্গে জারেজ জানান, বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেসে এক বন্ধুর বাড়ির বাথরুমে কুলিওকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপরই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাননি তিনি। র‍্যাপার কুলিওর পারিবারিক নাম আর্টিস লিওন আইভে জুনিয়র। র‍্যাপ সংগীতে তিনি যাত্রা শুরু করেন আশির দশকে। তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন ১৯৯৫ সালে। সে বছর ‘ডেঞ্জারাস মাইন্ডস’ চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের জন্য ‘গ্যাংস্টা’ স প্যারাডাইস’ গানটি তাকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা।

‘প্যারাডাইস’ ট্র্যাকটি ১৯৯৫ সালে বিলবোর্ডের টপচার্টে জায়গা করে নিয়েছিল।

Related Posts

en_USEnglish