বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্থবক অর্পণ করে দিবসটির সূচনা করা হয়।
সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাণী সম্পদ ককর্মকর্তা সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নূরুল একরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, দেলোয়ার হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষিকা জবা পাল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার অংশ হিসেবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পূর্বে ১৪ ডিসেম্বর জাতির মেধাবী সন্তানদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়।
এসময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ কে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করা হয়েছে।

Related Posts

en_USEnglish