ববিতে শিক্ষার্থীদের ওপর হামলায় রাবিতে মশাল মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা এবং কয়েকটি বাম ছাত্র সংগঠন৷

বুধবার সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে এ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাস্তা-ঘাটে নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে৷ অথচ এর কোনো বিচার হয় না৷ হামলাকারীদের পিছনে একটা মাফিয়া শক্তি আছে। যার কারণে, এর বিচার পাওয়া যায় না৷’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, ‘যখন শিক্ষার্থীদের ওপর হামলা হয়, তখন পুলিশ আঙুল চোষে৷ শিক্ষার্থীরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি৷ তাই পুলিশি কায়দায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে৷ কিন্তু এর কোনো বিচার হয় না৷ বিচারহীনতার সংস্কৃতি এসব হামলা-মামলার জন্য দায়ী৷’

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রনজু বলেন, ‘বরিশালের শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি৷ কারণ, বর্তমান রাষ্ট্রব্যবস্থা এরূপ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী৷’

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন শিক্ষার্থীরা ৷

পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন৷

Related Posts

en_USEnglish