ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, দপ্তরি আজাদকে পদচ্যুতির নির্দেশ

image_pdfimage_print

Faridpur District Representative-

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের ঘটনায় বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরী আজাদ মোল্লাকে সাময়িকভাবে পদচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া এ নির্দেশ দেন। এর আগে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, নির্দেশনা পাওয়ার পর আগামী ২১ ডিসেম্বর বেলা ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে। সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) ও ম্যানেজিং কমিটি মিলে যে সিদ্ধান্ত নেবে তাই কার্যকর হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিচুজ্জামান বলেন , এ ঘটনায় আগামী ২১ ডিসেম্বর সকালে ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে। দপ্তরি আজাদ মোল্লার বিরুদ্ধে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া বলেন, এ ঘটনায় দপ্তরি কাম-প্রহরী আজাদ মোল্লাকে সাময়িকভাবে পদচ্যুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২১ ডিসেম্বর বিদ্যালয়ে সভা ডাকা হয়েছে। সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বর্নিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরী আজাদ মোল্লা এক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকার করেন। এসময় ওই কিশোর কামড়ে আজাদের পুরুষাঙ্গ অনেকটাই ছিঁড়ে ফেলে। স্থানীয়রা আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ওইদিনই তাকে ঢাকায় পাঠানো হয়।

Related Posts

en_USEnglish