'Hundred Poets Around the World for Love' published

image_pdfimage_print

‘হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ১০০ কবির কবিতা সংবলিত এই সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

কবি সাকিরা পারভীন সুমার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, কবি ও অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ, কবি কামাল চৌধুরী, কবি ও অধ্যাপক শামীম রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গ্রন্থী’ সম্পাদক কবি শামীম শাহান। শামীম শাহানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শাহেদ কায়েস।

সংকলনটি সম্পাদনা করেছেন ‘গ্রন্থী’ সম্পাদক কবি শামীম শাহান। শামীম শাহান তার বক্তব্যে বলেন, এটি শুধু একটি কবিতা সংকলন নয়, বরং বিশ্বের নানা দেশের ১০০ কবির ভালোবাসার বন্ধন।

তিনি জানান, দীর্ঘদিনের পরিকল্পনা আর বিভিন্ন ভাষার অসংখ্য কবির সঙ্গে অনলাইন আড্ডার পর ১০০ কবির কবিতা নিয়ে এই সংকলন প্রকাশ করা হচ্ছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য কবি, লেখক ও কথাসাহিত্যিক। কবি ফরিদ কবির, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কবি ও সম্পাদক জুয়েল মাজহার, কবি আসাদ মান্নান, কবি মোহাম্মদ সাদিক, আলোকচিত্রী নাসির আলী মামুন, কবি কুমার চক্রবর্তী, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, কথাসাহিত্যিক রাজীব নূর, কবি মুজিব মেহেদী, কবি জাফর আহমদ রাশেদ, কবি আয়েশা ঝর্না, কবি মনিকা চক্রবর্তী, কবি জুনান নাশিদ, কবি আমির খসরু স্বপন, কবি সুমন ফারুক, কবি মনিরুজ্জামান মিন্টু, কবি আলতাফ শাহনেওয়াজ, লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ও লেখক সুমনকুমার দাশসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কবি বিভাস রায় চৌধুরী, কবি গৌতম গুহরায়, কবি নিখিলেশ রায়, কবি বনানী চক্রবর্তী, কবি শামীম আহমেদ প্রমুখ। সংকলনের মোড়ক উন্মোচন শেষে অতিথিরা তাদের বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত বছরের ২৭ জুন ব্রিটেনের দক্ষিণ এশীয় সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্বের ছোটকাগজ গ্রন্থীর ফেসবুক লাইভ সিরিজ ‘হানড্রেড পোয়েটস্ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ শীর্ষক আয়োজন শুরু হয়। কুড়ি পর্বের এই সিরিজে সারা বিশ্বের ২৫টিরও বেশি দেশের খ্যাতনামা কবিরা অংশ নেন।

Related Posts

en_USEnglish