Director General of Water Development Board Mahbur Rahman

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মাহবুর রহমান। আজ রোববার এ পদে যোগ দেন তিনি। এর আগে বোর্ডের অতিরিক্ত মহাপরিচালকের (পূর্ব রিজিয়ন) দায়িত্বে ছিলেন তিনি।

প্রকৌশলী মাহবুর ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগ দেন।

কর্মজীবনে তিনি তিস্তা ব্যারাজ প্রকল্পের নকশা ও পরিকল্পনা, খুলনা-যশোর পানি নিস্কাশন প্রকল্প, গঙ্গা ব্যারাজ সমীক্ষা প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীতীর সংরক্ষণ প্রকল্প, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দায়িত্ব পালন করেন। ৩৪ বছরের চাকরিজীবনে চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস ও থাইল্যান্ডে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তিনি ১৯৬৪ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (ওউই) আজীবন ফেলো। সংবাদ বিজ্ঞপ্তি।

Related Posts

en_USEnglish