পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

image_pdfimage_print

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এর মেয়াদ বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৯০ কিলোমিটার ও চরভৈরবী থেকে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১০ কিলোমিটার অভয়াশ্রম নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় তালিকাভুক্ত ৫১ হাজার ১৯০ জন জেলে রয়েছে। এসব জেলেদের জাটকা নিধন থেকে বিরত থাকতে সচেতন করা হবে। এছাড়া নদী উপকূলীয় এলাকায় সচেতনতামূলক সভা, লিফলেট বিতরণ, মাইকিং ও মৎস্য আড়তগুলোর সামনে ব্যানার সাঁটানো হবে। এই জাটকা যদি আমরা এখন সংরক্ষণ করতে পারি তা হলে এই মৌসুমে ইলিশের উৎপাদন লক্ষ্য মাত্রা অর্জিত হবে।

Related Posts

en_USEnglish