নির্বাচনে পরাজিত হয়ে বিদ্যালয়ে তালা, ভাংচুর

image_pdfimage_print

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে পরিচালনা কমিটির নির্বাচনে পরাজিত হয়ে বিদ্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছেন এক প্রার্থী।

সোমবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার পরশগঞ্জ মনছুর আলম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শ্রেণিকক্ষে প্রবেশ করতে না পারায় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রধান শিক্ষক মাইন উদ্দিন অভিযোগ করেন, গত শনিবার (৪ নভেম্বর) বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮ জনের মধ্যে ৪ জন বিজয়ী এবং ৪ পরাজিত হন। এদের মধ্যে ৭ নম্বর ব্যালটের প্রার্থী সাহাব উদ্দিন পরাজিত হওয়ায় সোমবার সকালে বিদ্যালয়ে ভাংচুর করে তালা ঝুলিয়ে দেন।

কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিদ্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি দুঃখজনক। এর তদন্তের জন্য ৫ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি করার জন্য বলা হয়েছে।

Related Posts

en_USEnglish