নরসিংদীর মাধবদী থানা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

“সাহিত্য ও সাংস্কৃতিক আচার যত চর্চা হবে, মানব চাহিদায় লাগবে তত পরিবর্তনের ছোঁয়া”। জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে নতুন কিছু। উন্নত জীবনশৈলী, সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতি, দক্ষ ও নবীণ লেখক তৈরি করণ, সৃজনশীল চিন্তা চেতনা অনুভব, মানসম্পন্ন মেধা, অর্থনৈতিক ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে সবার মাঝে। সাহিত্য চর্চা ও সাংস্কৃতি লালন পালনে নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ মাধবদী থানা শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (১৫ ই অক্টোবর ) সন্ধ্যায় মাধবদীর কিচেন রেস্টুরেন্টে মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বেলাল আহমেদ এর সঞ্চালনায় এবং সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ মাধবদী থানা শাখার প্রধান উপদেষ্টা ও বাবুরহাট গ্রীনফিল্ড কলেজের অধ্যাপক মো. ঈসমাইল ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির মেম্বার মো. শফিকুল ইসলাম গাজী। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ মাধবদী থানা শাখার উপদেষ্টা ও মাধবদী স্বেচ্ছাসেবী ফোরাম এর সভাপতি আল-আমিন রহমান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি অধ্যাপক আনোয়ারা হোসেন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, মাধবদী থানা শাখার উপদেষ্টা, উপ পরিচালক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মোস্তফা আজিজুল করিম। এসময় আরোও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, মাধবদী কলেজের সাবেক ভিপি মো. হাফিজুর রহমান, হাজী মফিজ উদ্দিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান এমদাদুল ইসলাম, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী কালচারাল ক্লাবের সভাপতি হাজী আল-আমীন চৌধুরী, এড. রেহেনা পারভিন, তানিন শারমিন বিণাসহ জেলার নেতৃবৃন্দ এবং মাধবদী থানা শাখার কমিটির সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, উক্ত অভিষেক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ মাধবদী থানা শাখার সভাপতি প্রভাষক মারুফ হোসেন।

Related Posts

en_USEnglish