নরসিংদীতে কার্ভাডভ্যান ও মোটরসাইকেল সংর্ঘষে সাংবাদিক নিহত 

image_pdfimage_print

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

নরসিংদীর রায়পুরায় কার্ভাডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ওমর ফারুক বিশাল (২৭) নামে এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।

এসময় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু ইমাম হোসেন সজল। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় নরসিংদী জেলার ঢাকা সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক বিশাল নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হক এর ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, সকালে বিশাল ও সজল মোটরসাইকেলে করে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৈরব গামী একটি বেপরোয়া কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যায়। আর সজল গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, কার্ভাডভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে।

পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সাংবাদিক ওমর ফারুক বিশালের সবশেষ কর্মস্থল ছিল নিউজজি টোয়েন্টিফোর ডটকম। তার আগে তিনি বাংলা নিউজের বিনোদন বিভাগে কাজ করতেন। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন।

Related Posts

en_USEnglish