We will transform Nabipur into a modern model union _ Chairman Sohel

image_pdfimage_print
মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী  সেনবাগের  ৯ নং নবীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বেলায়েত হোসেন (সোহেল) জনগণের কাছে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে।
নোয়াখালী  ২ সেনবাগ  সোনাইমুড়ী ( আংশিক)  আসনের এমপি বিশিষ্ট  শিল্পপতি আলহাজ্ব  মোর্শেদ  আলম  এর সহযোগিতা নবীপুর বাজার থেকে নলদিয়া কাঁচা সড়কটি ৮৩ লাখ টাকা ব্যয়ে স্হানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১৯ সেপ্টেম্বর   শুভ উদ্বোধন করেন।
সড়কটি নির্মিত হলে  শ্রীপদ্দি, নলদিয়া এবং নবীপুর গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবে। চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, আমি আমার স্বপ্নের নবীপুর কে একটি আধুনিক সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশাল্লাহ।

Related Posts

en_USEnglish