তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৮

image_pdfimage_print

তুরস্কের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে খনি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা বলছেন, আটকে পড়া অনেক খনি শ্রমিকের সন্ধান অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর বার্টিন প্রদেশের আমাসরা শহরে একটি কয়লা খনিতে হওয়া এ দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া পাঁচজন ওই এলাকায় স্থাপিত ‘ইমার্জেন্সি রেসপন্স সেন্টারে’ রয়েছেন।

তুরস্কের কৃষ্ণ সাগরীয় প্রদেশ বারতিনের জেলা আমাসরার খনিতে সাংবাদিকদেরকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, এ সকল অসুস্থ শ্রমিকরা ওই ২৮ জন খনি শ্রমিকের অন্তর্ভুক্ত রয়েছেন যাদেরকে এখন পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, অন্তত তিনজন খনি শ্রমিক নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর অবস্থায় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ‘সব মিলিয়ে, আমাদের ১১০ জন ভাই খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে কেউ কেউ নিজেরাই বেরিয়ে এসেছিলেন এবং কয়েক জনকে উদ্ধার করা হয়েছিল।’জ্বালানি মন্ত্রী ফাতিহ ডনমেজ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে যে খনিতে দাহ্য গ্যাসের বিস্ফোরক মিশ্রণ ফায়ারড্যাম্পের বা মিথেনের কারণে বিস্ফোরণ ঘটেছে।

Related Posts

en_USEnglish