ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন পদে কর্মরত ১০১ কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়।
ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ নামে ভাগ হওয়ার পর এটাই কর্মচারীদের প্রথম পদোন্নতি বলে জানা যায়।
পদোন্নতি পাওয়া কর্মচারীদের মধ্যে হিসাবরক্ষক পদে দুইজন, কেয়ারটেকার ৪ জন, রেভিনিউ সুপারভাইজার ৪০ জন, লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার ১৭ জন, ব্যক্তিগত সহকারী ৯ জন, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হিসেবে ২৯ জন পদোন্নতি পেয়েছেন।
ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়- পদোন্নতি পাওয়া কর্মচারীদের মধ্যে অনেকে ৩০ বছর ও অনেকে ২৫ বছর পর পদোন্নতি পেয়েছেন।