আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
আসছে আগামী ১৭অক্টোবর অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২। এই নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্ জাহান।
এদিকে জেলা পরিষদ নির্বাচনে পুনরায় সৈকত মাহমুদ শামছুকে সদস্য পদে নির্বাচিত করার লক্ষ্যে শনিবার, (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ সার্কিট হাউসে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে সৈকত মাহমুদ শামছুকে আওয়ামীলীগের দলীয় সমর্থন দেওয়া হয়। এসময় দুজন সদস্য প্রার্থী নজরুল ইসলাম ও মাহবুব খান ফাহিম সৈকত মাহমুদ মাহমুদ সামছুকে সমর্থন দিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ. ক. ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেলাল আহমেদ বেলাল,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার সিউলি সহ জেলা পরিষদের ভোটার উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু আসতে না পেরে মোবাইল ফোনে সমর্থন দেন, আলোচনা সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেসাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ,মৎস্যজীবী লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।