পর্তুগাল-সুইজারল্যান্ড লড়াই দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। গ্রুপ পর্বে নানা অঘটন ঘটলেও, দ্বিতীয় রাউন্ডে এসে তেমন কোনো অঘটনের দেখা পায়নি ফুটবল বিশ্ব। তবে ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেনকে হারিয়ে মরক্কোর জয় বাড়তি আমেজ জাগিয়েছে দর্শকদের মাঝে।
সদ্য সমাপ্ত দ্বিতীয় রাউন্ডের লড়াই শেষে এবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল যুদ্ধ। যার প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ৯ ডিসেম্বর (শুক্রবার) আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে এই দুই দল।
এক নজরে দেখে নেওয়া যাক শেষ আটের দলগুলোর লড়াইয়ের সময়সূচি:
কোয়ার্টার ফাইনালের সময়সূচি
প্রথম ম্যাচ
৯ ডিসেম্বর, শুক্রবার (ব্রাজিল : ক্রোয়েশিয়া)
রাত ৯টা, এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
দ্বিতীয় ম্যাচ
৯ ডিসেম্বর, শুক্রবার (নেদারল্যান্ডস : আর্জেন্টিনা)
দিবাগত রাত ১টা, লুসাইল স্টেডিয়াম, লুসাইল
তৃতীয় ম্যাচ
১০ ডিসেম্বর, শনিবার (পর্তুগাল : মরক্কো)
রাত ৯টা, আল থুমামা স্টেডিয়াম, দোহা
চতুর্থ ম্যাচ
১০ ডিসেম্বর, শনিবার (ফ্রান্স : ইংল্যান্ড)
দিবাগত রাত ১টা, আল বাইত স্টেডিয়াম, আল খোর