ঘূর্ণিঝড় সিত্রাং-এ লক্ষ্মীপুরের মানুষের পাশে পুলিশ সুপার

জুনাইদ আল হাবিব-

আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উপকূলীয় জনপদ লক্ষ্মীপুর যখন বিপর্যস্ত, ঠিক তখনই জেলার ঘূর্ণিঝড় কবলিত মানুষের পাশে দাঁড়ালেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।

সোমবার (২৪ অক্টোবর) পুলিশ সুপার উপকূলীয় অঞ্চলের ১৩ টি আশ্রয় কেন্দ্রের ৫হাজার ৩৫২ জন মানুষের খোঁজ-খবর নেন।

জেলার পুলিশ সুপার মজুচৌধুরী হাট লঞ্চঘাট ও অন্যান্য থানাধীন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ ও নদী পাড়ের মানুষদের খোঁজখবর নেন। এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এছাড়াও সাধারণ জনগণের যে কোন প্রয়োজনে জেলা পুলিশের সহযোগিতা প্রদানের লক্ষ্যে আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার।

নিজের ফেসবুক ওয়ালে এ প্রসঙ্গে পুলিশ সুপার লিখেন, ঘূর্ণিঝড় সিত্রাং… উপকূলীয় এলাকায় সারাদিন ব্যাপী মানুষের সর্তকীকরণে, সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া মানুষের পাশে নিরাপত্তা নিশ্চিত দিতে আমরা লক্ষ্মীপুর জেলা পুলিশ সদা সর্বদা তৎপর। বাতাসের প্রচন্ড বেগ,নদীর উত্তাল ঢেউ, পানির দ্রুত বৃদ্ধি,ঠান্ডা শীতল প্রভাব,বৃষ্টিপাত যেন অঝোর ধারায় প্রবাহিত আর মানুষের মাঝে আতংক।

উপকূলীয় চর এলাকার মানুষের জীবন সংগ্রাম আর বেঁচে থাকার সংগ্রামই যেন স্বাভাবিক এক স্রোতধারায় বহমান।দূর্যোগের দুর্ভোগ ঘনঘটায় জীবন যেন যাপিত তব তাহাদেরই তরে।

Related Posts

en_USEnglish