গোল উৎসব করে এবার শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দুর্বার গতিতে ছুটে চলছে আর্সেনাল। মৌসুমের শুরু থেকেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখা মাইকেল আর্তেতার দল রবিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও বড় জয়ের স্বাদ পেয়েছে। নিজেদের মাঠে গানাররা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নটিংহ্যামকে।

সেইসঙ্গে একদিন আগেই লিগ টেবিলের শীর্ষে উঠা ম্যানচেস্টার সিটিকে টপকে হারানো রাজত্ব নিজেদের দখলে নিয়েছে আর্সেনাল। একই রাতে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে রেড ডেভিলরা এদিন ১-০ ব্যবধানে পরাজিত করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। জয়ের নায়ক মার্কাস রাশফোর্ড। তার গোলের সৌজন্যেই যে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। সেইসঙ্গে রেড ডেভিলদের হয়ে শততম গোলের মাইলফলকও স্পর্শ করেন এই ইংলিশ স্ট্রাইকার।

অ্যামিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বড় জয়ের নায়ক ছিলেন বুকায়ো সাকার বদলী হিসেবে ২৭ মিনিটে খেলতে নামা রেইস নেলসন। জোড়া গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে এক গোল করাতেও ভূমিকা রাখেন তিনি। তবে গোল উৎসবের শুরুটা করেছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৫ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন তিনি। কিন্তু গোঁড়ালির ইনজুরির কারণে সাকা মাঠ ছাড়লে তার বদলি হিসেবে মাঠে নেমে ৪৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন রেইস নেলসন।

তিন মিনিট পর গ্যাব্রিয়েল জেসুসের সহায়তায় ব্যক্তিগত দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন নেলসন। এখানেই থামেননি এই তারকা। ৫৭ মিনিটে থমাস পার্টির গোলেও সহায়তা করেন নেলসন। তারপরও গোল উৎসব থামেনি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মার্টিন ওডেগার্ড হ্যামার্স গোলরকক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

Related Posts

en_USEnglish