পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের একটি গাভী একত্রে দুইটি বাচ্চা দিয়েছে এতে করে এলাকায় তুলকালাম শুরু হয়েছে।
আজিজ পেশায় একজন দিনমজুর কামলা আর গাবুর খেটেই চলে তার সংসার। কিন্তু নিজের ভাগ্য পরিবর্তনে একটু সাবলম্বী হওয়ার প্রচেষ্টায় পয়সা জমিয়ে কোন মতে একটি গাভী কিনে যত্ন সহকারে প্রায় দেড় বছর লালন পালন করলে গাভীটি এক সময় এসে একত্রে দুটি বাচ্চা প্রসব করে।
এতে করে গ্রামবাসির মাঝে যেন কৌতুহলের শেষ নেই। প্রতি নিয়ত গ্রাম কিংবা দুর গ্রামের অনেক মানুষ আসে গাভীর বাচ্চা দুটোকে দেখতে, অনেকেই আবার বলে উঠে আব্দুল আজিজের ভাগ্য ফিরেছে। এ কথায় আব্দুল আজিজ আনন্দিত তার আশা ছিল গাভীর দুধ বিক্রি করে কিছুটা সংসার খরচ হবে। কিন্তু তা আর হয়ে উঠেনি দুটো বাচ্চা একত্রে হওয়ায় কাজের পাশাপাশি তার গাভীও ও গাভীর বাচ্চা দুটোর পরিচর্যা করেন খুবই যত্ন সহকারে।
আব্দুল আজিজের সাথে বললে তিনি জানান, অনেক বড় স্বপ্ন নিয়েই কষ্টের জমানো টাকা দিয়ে গাভী কিনেছি। আল্লাহ পাক আমার চাহিদার বাহিরে আমাকে দান করেছেন, আমি আশাবাদী এই গাভী দিয়েই আমার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।