কমলনগরে জালে অগ্নিসংযোগ

image_pdfimage_print
 
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে জব্দ হওয়া প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ ও ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুরে মেঘনাপাড়ে ইলিশ ধরার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে সকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরয়ার মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। এ সময় জেলেদের ফেলে রাখা জাল ও মাছ জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জালে অগ্নিসংযোগ ও প্রায় ২০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ ২২দিন ইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘানা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

Related Posts

en_USEnglish