এ কেমন ডিম! (ভিডিও)

image_pdfimage_print

ডিমের ভিতরে সাদা অংশ আর কুসুম ছাড়া অন্য কিছুর কথা আমরা ভাবতেও পারি না। তবে সম্প্রতি ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও আমাদের এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সুবিশাল ডিমকে ভাঙা হচ্ছে এবং তার ভিতর থেকে বেরিয়ে আসছে অবধারিত কুসুম ও সাদা অংশ। কিন্তু সেই সঙ্গে বেরিয়ে আসছে আরও একটা আস্ত ডিম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম চেঞ্জপোস্ট জানাচ্ছে, প্রথম ডিমটির ছিল প্রায় ৩.৫ ইঞ্চি। এবং এর ভিতরেই অবস্থান করছিল অপেক্ষাকৃত ছোট ডিমটি।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ‘ডিমের ভিতরের ডিম’ এর বৈজ্ঞানিক নাম- ‘কাউন্টার-পেরিস্ট্যালসিস কন্ট্র্যাকশন’। যখন কোন মুরগি একটি ডিম পাড়তে পাড়তে দ্বিতীয় একটি পাড়তে শুরু করে তখন এমনটা হতে পারে। প্রথম ডিমটি দ্বিতীয় ডিমটির ভিতরে ঢুকে যায়। তবে এটি একটি বিরল ঘটনা।

এমন ডিম খেলে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও জানান বিশেষজ্ঞরা।

https://www.youtube.com/watch?time_continue=7&v=pqUzvn4Z7Rc

 

Related Posts

en_USEnglish