ই-অরেঞ্জ : বিএফআইইউ’র রিপোর্ট দায়সারা, ফের রিপোর্ট দাখিলের নির্দেশ

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনকে দায়সারা বলছে হাইকোর্ট।

এজন্য কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটিতে ফের রিপোর্ট দাখিল ও সোহেল রানাকে দেশে আনতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।

গতকাল বুধবার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ।

সেখানে ই-অরেঞ্জের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এবং ভাই পুলিশ পরিদর্শক (বরখাস্ত) শেখ সোহেল রানার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে।

Related Posts

en_USEnglish