আবারো হারল বাংলাদেশ

image_pdfimage_print

হেগলি ওভালে গতকাল পাকিস্তানের বিপক্ষে হারের পর আজ আবার মাঠে নেমে জয়ের মুখ দেখেছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে কিউইদের মাত্র ১৩৮ রানের লক্ষ্য দেয় টাইগাররা। সহজ এ টার্গেট ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় কেন উইলিয়ামসনরা।

১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি স্বাগতিক দল। চতুর্থ ওভারেই ওপেনার ফিন অ্যালেনের বিদায় ঘটে। দলীয় ২৪ রানে প্রথম উইকেটের পতন ঘটে। তারপর অধিনায়ক উইলিয়ামসন ও ওপেনার ডেবন কনওয়ের জুটিতে জয়ের ভীত পেয়ে যায় কিউইরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বরাবরের মতোই বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ব্যক্তিগত ৫ রান করে টিম সাউদির বলে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত।

পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪১ রান। ইনিংসের অষ্টম ওভারে ১৬ বলে ১৫ রান করে মিচেল ব্রেসওয়েলের বলে আউট হন লিটন।

এর পরের ওভারেই লিটনের দেখানো পথে হাঁটেন ওপেনার নাজমুল শান্ত। ২৯ বলে ৩৩ রানে ইস সোধির বলে আউট হন এ বাঁহাতি ব্যাটার । তারপর আর ক্রিজে কেউ স্থায়ী হতে পারেন নি। আশা যাওয়ার মিছিলে টাইগার ব্যাটাররা। মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি ক্রিজে ছিলে মাত্র ক্ষণিকের অতিথি।

কিউই স্পিনারদের বল বুঝতেই যেন সময় চলে যাচ্ছিল টাইগার ব্যাটারদের। অধিনায়ক সাকিব আল হাসান নেমে দলের পঞ্চম উইকেট পতনের পর। আফিফ হোসেন ও সাকিব আল হাসান দুজন মিলে ৪২ বল খেলে করেন ৪০ রান।

শেষ দিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের ক্যামিওতে কোন রকমে দলের সংগ্রহ ১২০ রান অতিক্রম করে।

কিউইদের হয়ে ২টি করে উইকেট নেন সাউদি, ব্রেসওয়েল ও সোধি। ম্যাচ সেরা নির্বাচিত হন অলরাউন্ডার ব্রেসওয়েল।

Related Posts

en_USEnglish