অভ্যুত্থানবিরোধী অন্দোলনে যোগ, চিকিৎসকদের গ্রেপ্তার করতে চাইছে জান্তা

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অনেকের চেয়ে সরব ভূমিকায় রয়েছেন দেশটির স্বাস্থ্যসেবা বিভাগের কর্মীরা। সামরিক জান্তা তাদেরও দমাতে উঠেপড়ে লেগেছেন। চিকিৎসকদের গ্রেপ্তার করতে নির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই চেষ্টা চালাচ্ছেন।

শুক্রবার এই আন্দোলনে সমর্থন জানানোর জন্য বিনা ওয়ারেন্টে মান্দালয় বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক খিন মাং লুইনের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। খবর ইরাবতির

একটি ফেসবুক লাইভ স্ট্রিমে দেখা গেছে, ওই চিকিৎসকের মেয়ে দেখানোর চেষ্টা করছেন, তার বাবাকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছে। এরপর বাসিন্দারা রাস্তায় বের হয়ে হাঁড়ি-পাতিল বাজানোর পর পিছু হটেছে পুলিশ।

ইরাবতির খবরে বলা হয়েছে, মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে চিকিৎসকদের গ্রেপ্তার করতে চাইছে পুলিশ। এমনকি সরকারি হাসপাতালেও অভিযান চালানো হচ্ছে।

এই অন্দোলনে সমর্থন দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে ম্যাগওয়ে অঞ্চলের অংলান হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্টকেও গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে পুলিশ। কিন্তু ম্যাগওয়ে অঞ্চলের বাসিন্দাদের বাধার মুখে পুলিশ ব্যর্থ হয়ে ফিরে যায়।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি দেশটির ইয়াঙ্গুন, মান্দালয় এবং অন্যান্য শহরের সরকারি হাসপাতাল থেকে কয়েকশ চিকিৎসক ও নার্স সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

এরপরই মূলত এই আন্দোলন গতি পায়। ব্যাংক এবং সামরিক মালিকানাধীন বিভিন্ন সংস্থাসহ সরকারি মন্ত্রণালয় এবং মূল ব্যবসা সংস্থাগুলো থেকে কয়েক হাজার মানুষ আন্দোলনে যোগ দেয়।

Related Posts

en_USEnglish