Nusrat's movie at Sony Filmmaker Awards

সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডসে ঢাকার চিত্রনাট্যকার নুসরাত ইসলামের চিত্রনাট্যে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বিলো দ্য উইন্ডো’ নির্বাচিত হয়েছে।

গতকাল বুধবার সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে ৬টি বিভাগে নির্বাচিত মোট ৩০টি সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ‘স্টুডেন্ট’ বিভাগে মনোনয়ন পেয়েছে আইরিশ সিনেমাটি।

এই বছর পুরস্কারটির জন্য বিশ্বের ১৪৮ দেশের ৫ হাজার নির্মাতার ৮ হাজার ৪০০ সিনেমা জমা পড়েছে। এর মধ্য থেকে সেরা ৩০ সিনেমা নির্বাচন করেছেন বিচারকেরা।

চিত্রনাট্যকার নুসরাত আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে জানান, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ন্যাশনাল ফিল্ম স্কুলের স্নাতকোত্তর পড়াকালে ২০২২ সালে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তিনি। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা মিলে সিনেমাটি নির্মাণ করেছেন।

ইরাসমোস ও কিনোআইজের পৃষ্ঠপোষতায় কাটনিস টুং চেংয়ের (হংকং) প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন মেক্সিকোর নির্মাতা সালভাদর আলেজান্দ্রো গুতেরেজ।

স্নাতকোত্তর শেষে ২০২৩ সালে দেশে ফেরেন নুসরাত। তিনি এখন ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত সিনেমার প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকারদের নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে ভিসা জটিলতায় নুসরাত যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না।

এই বছর নির্বাচিত ৩০ সিনেমা থেকে আগামী ৩০ মে কালিফোর্নিয়ার কালভার সিটির ঐতিহ্যবাহী সনি পিকচারস স্টুডিওজে জমকালো আয়োজনে সেরা ছয় সিনেমাকে পুরস্কার দেওয়া হবে।

Related Posts

en_USEnglish