লক্ষ্মীপুরঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, “একটি মানুষকে বাঁচাতে হলে যেমনি আলো বাতাস, মাটি পানি ও নিতন্তর সেবাসহ সব কিছু করতে হয়। তেমনি সংগঠন করতে হলে আন্দোলন করতে হবে।
আন্দোলন সংগঠন, সংগঠন আন্দোলন একই সূত্রে গাঁথা। আন্দোলন ছাড়া সংগঠন শক্তিশালী হবেনা। এ অন্দোলন মানে রাজপথে মিছিল না, মাঠ গরম রাখার বিষয় না, আন্দোলন মানে একটি আদর্শ বাস্তবায়ন করা, নানা কৌশলে জনগনকে উদ্বুদ্ধ করে তোলা। ’
বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওমর ফারুক সরকারের নানামুখি উন্নয়নের কর্মকাণ্ডের কথা তুলে ধরে আরো বলেন, ‘আজ যা কল্পনা তা আগামী বাস্তবায়নের নাম শেখ হাসিনা। আর তা বাস্তবায়নে দেশের যুবক তথা চালিকা শক্তির কথা চিন্তা করেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করা হয়েছে। ’
জেলা যুবলীগের আহবায়ক একে এম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মো.আতাউর রহমান, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, জেলা যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, ২য় যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া প্রমুখ।প্রসঙ্গত: দীর্ঘ প্রায় দুই যুগ পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ১৯৯৩ সালের ১২ ডিসেম্বর সম্মেলন হয় সংগঠনটির।