লক্ষ্মীপুরে বাল্যবিয়ে করে নববধূসহ পালিয়েছেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক :

আইনের তোয়াক্কা না করে লক্ষ্মীপুরের রামগঞ্জে নাগমুদ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আরিফ হোসেন বাল্যবিয়ে করেছেন। পরে প্রশাসনের তৎপরতায় নববধূসহ পালিয়েছেন তিনি।

সোমবার (৯ অক্টোবর) চন্ডিপুর ইউনিয়ের মাছিমপুর গ্রামের পাইকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের রুহুল আমিনের ছেলে ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন সঙ্গে মাছিমপুর পাইকের বাড়ির মৃত মিজানুর রহমানের মেয়ে নুসরাত জাহান জেরিনের (১২) বিয়ের দিন ধার্য করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থলে যান। কিন্তু তার আগেই পরিবারের লোকজন তড়িঘড়ি করে বিয়ের আয়োজন সম্পন্ন করে ফেলেন। তবে প্রসাশনের তৎপরতার কারণে তাৎক্ষণিকভাবে বাড়ি ছেড়ে নববধুকে নিয়ে পালিয়ে যান আরিফ।

এদিকে গ্রামবাসী জানায়, কনে নুসরাত জাহান জেরিন (১২) স্থানীয় মাছিমপুর এলএম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ জানান, ইউপি সদস্য আরিফ সরকার, বাল্যবিবাহ নিরোধ আইনের কোনো তোয়াক্কা না করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না।

Related Posts

en_USEnglish