লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে’তে র‌্যালি আলোচনা সভা

image_pdfimage_print

লক্ষ্মীপুর : পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উদযাপিত হচ্ছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে জেলা কমিউনিটি পুলিশিং সেল এর উদ্যোগে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মডেল থানায় আলোচনা সভায় মিলিত হয় সবাই।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, ডি আই ওয়ান ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, কমিউনিটি পুলিশিং সেল জেলা সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পুলিশ জনতার সেতুবন্ধনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।

Related Posts

en_USEnglish