যে কারণে শ্রাবন্তীর আক্ষেপ

image_pdfimage_print

বলিউড এখন ব‍্যাকফুটে। আঞ্চলিক ভাষার ছবি, বিশেষত দক্ষিণ ভারতীয় ছবিগুলো ব‍্যাপক হারে দর্শক টানছে। গত এক দেড় বছর ধরেই এই প্রবণতা দেখা যাবে হিন্দি বলয়ের দর্শক এবং বাঙালিদের মধ‍্যেও। সেই দক্ষিণ ভারতেই চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির জন‍্য পুরস্কৃত হলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়।

তেলেঙ্গানায় বাংলা ফিল্ম ফেস্টিভ‍্যালে পপুলার চয়েস বিভাগে ‘ভয় পেও না’ ছবির জন‍্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী। সম্মান পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমকে জানান, হায়দরাবাদে অনেক ছবির শুটিং করেছেন তিনি। তবে ফিল্ম ফেস্টিভ‍্যালে যাওয়া এই প্রথমবার।

শ্রাবন্তী জানান, তার বরাবর পুরস্কার পাওয়ার থেকে মানুষের প্রশংসা বেশি পছন্দ। তবে সেখানকার বাঙালি দর্শকদের ধন‍্যবাদ জানান তাকে এই সম্মানের যোগ‍্য মনে করার জন‍্য। কথায় কথায় বাংলা ইন্ডাস্ট্রি এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি ও দর্শকদের মধ‍্যে পার্থক‍্যের কথাও তুলে ধরেন এ নায়িকা।

Related Posts

en_USEnglish