মাত্র এক সেকেন্ডে চার্জ হবে স্মার্টফোনে!

image_pdfimage_print

একটা সময় স্মার্টফোনের ব্যাটারি চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগতো। এখনকার ফাস্ট চার্জিঙ ফোনগুলো ১-২ ঘণ্টায় চার্জ হয়। কিন্তু অপো ইঞ্জিনিয়ারদের দাবি ভবিষ্যতে মাত্র ১ সেকেন্ডে স্মার্টফোন চার্জ হওয়া সম্ভব হবে।

ফাস্ট চার্জিংয়ের ভবিষ্যত কী?

টেকরাডার ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে অপোর চার্জিং টেকনোলজি ল্যাবের প্রধান এডওয়ার্ড টিয়ান জানিয়েছেন, ‘ফাস্ট চার্জিং দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমার কাজ সব বাধাকে অতিক্রম করা।

যতদিন না পর্যন্ত ১ সেকেন্ডে ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হচ্ছে ততদিন প্রযুক্তির উন্নতিতে আমাদের গবেষণা চলবে।’

তিনি জানান, ‘চার্জিং স্পিড বাড়ানো সবথেকে চ্যালেঞ্জিং বিষয় নয়, তবে গ্রাহককে ভালো ফাস্ট চার্জিং অভিজ্ঞতা দেওয়ার জন্য আরও অনেক বিষয়ে নজর দিতে হয়। সুরক্ষা ও চার্জিংয়ের সময় সঠিক তাপমাত্রা বজায় রাখা সবথেকে কঠিন বিষয়গুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ব্যাটারির আয়ু ও চার্জারের আকারের দিকেও বিশেষ নজর দিতে হয়।

ফাস্ট চার্জিং কতটা সুরক্ষিত?

অনেকেই বলেন ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করলে তা ব্যাটারির দীর্ঘায়ুর পথে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও দ্রুত ব্যাটারি চার্জ করলে কমে ব্যাক আপের সময়। এই কথাকে পুরপুরি খারিজ করে দেননি টিয়ান বলেন, ‘ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করতে সেলের ভিতরে সি রেট বেশি থাকতে হবে। যা এনার্জি ডেনসিটি কমিয়ে দেয়।’ তিনি আরও বলেন, ‘ভালো ব্যাটারি ব্যাক আপ পেলে তবেই ফাস্ট চার্জিংয়ের সঠিক মানে দাঁড়ায়।’

ফোন চার্জ করার সঠিক উপায় কী?

ফোন চার্জিংয়ের সঠিক পদ্ধতি কী? উত্তরে টিয়ান জানিয়েছেন, ‘কিছু ব্যবহারকারী ফোন গরম হলের তা ব্যবহার চালিয়ে যান। এছাড়াও কিছু গ্রাহক ১০০ অথবা ০ শতাংশতে দীর্ঘক্ষণ রেখে দেন ব্যাটারি।যা ব্যাটারির আয়ু উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।’ অর্থাৎ ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চার্জার খুলে নেওয়া উচিত। একই সঙ্গে ফোনের ব্যাটারি কখনই শেষ করা উচিত নয়।

Related Posts

en_USEnglish