বনানীর আগুন সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

image_pdfimage_print

Dhaka:

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। ঘটনাস্থলে মন্ত্রী, এমপি সহ দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা জানান।

তিনি জানান, চেষ্টা করা হচ্ছে জীবন এবং সম্পদের ক্ষতি যতো কম হয়। আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়া মানুষ উদ্ধারে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে লাগা আগুণে এখন পর্যন্ত এক শ্রীলঙ্কান নাগরিকসহ ৫ জন মারা যাওয়ার খবর সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিস, সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Related Posts

en_USEnglish