চাটখিলে বিএনপির ৪ নেতা আ.লীগে যোগদান ফুল দিয়ে বরণ করেন এমপি এইচ.এম ইব্রাহিম

image_pdfimage_print

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর চাটখিলে ১৭ ডিসেম্বর শনিবার ৯নং খিলপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সাথে পূর্ব দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন ও ব্যাপক জনসমর্থনের ফলে বিএনপির ৪ নেতা ও সাবেক ওয়ার্ড সভাপতি, বর্তমান ইউপি মেম্বার মামুনুর রশীদ (৬নং ওয়ার্ড পূর্ব দেলিয়াই-বালিয়াধর), আবুল কালাম (বালিয়াধর), আবদুল মালেক মানিক, মোঃ আজাদ (৫নং ওয়ার্ড দক্ষিণ দেলিয়াই) আওয়ামী লীগে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে নোয়াখালী( ১)চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ( এমপি) এইচ. এম ইব্রাহিম তাদের ফুল দিয়ে বরন করে নেয়। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে সর্বাত্তকভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন।

Related Posts

en_USEnglish