চরভদ্রাসনে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

image_pdfimage_print


ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস -২০২২ খ্রি.পালিত হয়েছে । এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যা ৬ টায় উপজেলা স্বাধীনতা চত্তরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুষ্প স্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে উপজেলা সদরের মধ্য বি. এস. ডাঙ্গী অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য (স্বাধীনতা চত্বরে) মোমবাতি প্রজ্বলনের পূর্বে ফুলেল শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও চরভদ্রাসন থানা। পরে ১মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ নানা শ্রেনী পেশার মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে স্বাধীনতা চত্বরে শহিদ বুদ্ধিজীবী দিবসের গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার, ভাইস চেয়োরম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খাইরুল ইসলাম, থানা উপপরিদর্শক মোঃ কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
এ সময় মুক্তিযোদ্ধাগন, ইউপি চেয়ারম্যানগন, চরভদ্রাসন ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির হাতে ঐ রাতে নিহত হওয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরন করে তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদ্বেহী আত্মার ও দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃআশিকুর রহমান/
21 minutes ago · Sent from Mobile

Related Posts