গোপালপুর থেকে মৈনটঘাটে লঞ্চ চলাচল শুরু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ও ঢাকার দোহারের মৈনটঘাটের মধ্যে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে লঞ্চ চলাচলের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (বন্দর ও ট্রাফিক) এ কে এম আরেফুদ্দিন।

এদিন বেলা পৌনে বারোটার দিকে মৈনট ঘাট হতে যাত্রী নিয়ে পরীক্ষামূলক ভাবে গোপালপুর ঘাটের উদ্দেশে দোহার ওয়াটার সার্ভিস নামের একটি লঞ্চ ছেড়ে আসে। লঞ্চটি সারে বারোটার দিকে গোপালপুর ঘাটে এসে পৌঁছায়।
দীর্ঘদিনের কাঙ্খিত এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় ঘাটের দুই পাড়ে উৎসুক জনতা ভিড় জমায়।
অভিযোগর বিষয়ে জানতে পেরে অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিন উপস্থিত যাত্রীদের ভাড়া ফেরত প্রদানসহ সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এছাড়া আজকের পর হতে বিআইডব্লিটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ায় লঞ্চ চলাচলের নির্দেশ প্রদান করেন তিনি।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. এনামুল হক ভুইয়া, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি (মাওয়া জোন) এর সভাপতি বি এম আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমূখ/

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা কবির ত্রপা বলেন, লঞ্চ চালুতে এ এলাকার মানুষের ঢাকা যাতায়াত অনেক সহজ হবে। এ পথে কম সময়ে কম ভাড়ায় সহজে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণের বিষয়টি প্রশাসনের নজরদারিতে থাকবে।

Related Posts

en_USEnglish