Don't forget to search the things you want to know on Google

image_pdfimage_print

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলে সার্চ করে সব কিছুই জানা যায়। আর তাইতো ইন্টারনেট ব্যবহারকারী প্রতিদিন নানা বিষয়ে জানতে গুগলে সার্চ করেন। কিন্তু গুগলে সব কিছু সার্চ দিতে নেই। এতে করে আপনি বিপদ ডেকে আনতে পারেন।

অস্ত্র ও বোমা সম্পর্কে :

কীভাবে অস্ত্র কেনা যায়, কীভাবে বোমা বানানো যায়-এসব তথ্য জানতে চেয়ে গুগলে কখনোই সার্চ দেবেন না। কারণ যা সার্চ হয় তা গুগলের এন্ডেও নথিভুক্ত থাকে৷ তাই যদি তারা এই ধরনের সার্চ হিস্ট্রি দেখে তা সেই আইপি অ্যাড্রেস দেখে পুলিশ বা নিরাপত্তা সংস্থা আপনাকে ট্রেস করতে পারবে।

অ্যাডাল্ট কনটেন্ট 

গুগলে গিয়ে প্রাপ্তবয়স্কদের বিনোদন নিয়ে কিছু খুঁজবেন না৷ কারণ বাংলাদেশে অ্যাডাল্ট কনটেন্ট দেখা নিষিদ্ধ। এই ধরনের ওয়েবসাইট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি ব্লক করে রেখেছে। তাই এই কনটেন্ট যদি আপনি ভিপিএন দিয়েও খুঁজে বের করে দেখেন তবে আপনার জেল, জরিমানা হতে পারে।

ওষুধ

কোনও অসুখ হলে কী ওষুধ খাবেন সেটাও গুগলে খোঁজা উচিত নয়৷ বিভিন্ন ধরনের ওষুধের বিভিন্ন ধরনের কম্পোজিশন থাকে৷ যার সাইড এফেক্ট থাকে৷ কার শরীরে কী রোগ রয়েছে তা জেনে বুঝে চিকিৎসকরা ওষুধ দেন৷ না জেনে বুঝে ওষুধ খেলে ভাল তো নয় বরং বিপদ হতেই পারে৷

ই-মেইল আইডি

গুগল দিয়ে কখনও নিজের ই-মেইল আইডি খোঁজা উচিত নয়। হ্যাকাররা সবসময়েই অপেক্ষায় থাকে কে কখন ভুল করে। এভাবে নিজের মেইল দিয়ে দিলে হ্যাকররা আপনার গুপ্ত তথ্য সেখান থেকে বার করে নিতে পারেন৷

কাস্টমার কেয়ার নম্বর :

এছাড়াও কোনও কাস্টমার কেয়ার নম্বর কখনও খুঁজবেন না৷ অনেকক্ষেত্রেই সেখানে হ্যাকাররা ভুলভাল নম্বর দিয়ে রাখেন। সেই নম্বর দিয়ে ফোন করেন যারা, তারা ক্ষতিগ্রস্ত এমনকি অ্যাকাউন্ট থেকে সর্বস্বান্ত হতেও পারেন৷

Related Posts

en_USEnglish