লক্ষ্মীপুরের কমলনগরে ৯টি দোকানে আগুন লেগে ১০ কোটি টাকার ক্ষতি

image_pdfimage_print

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে ৯টি দোকানে আগুন লাগে এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এ আগুন লাগে।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো তামিম ক্লথ স্টোর, ওহাব বস্ত্রালয়, তামিম ক্লথ স্টোর, আল সৈয়দ ক্লথ স্টোর, মা ফাতেমা ক্লথ স্টোর, বিসমিল্লাহ ক্লথ স্টোর, ইব্রাহীম ক্লথ স্টোর ও আলী আযম ডাক্তারের ফার্মেসী।

ক্ষতিগ্রস্থ আলসৈয়দ ক্লথ স্টোর ও মা ফাতেমা ক্লথ স্টোরের মালিকের ভাই চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ও হাজিরহাট বাজারের সেক্রেটারী মো. শাহাজান জানান, যে উক্ত ৯টি দোকানে আগুন লেগে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের লাগতে পারে। প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নির্নয় করা হবে।

 

Related Posts

en_USEnglish