কমলনগরে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় শারমিন।

লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেধাবী ও যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছে শারমিন জাহান অরিণ।

ইতোমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠে নেমে পড়েছেন। শারমিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে প্রার্থীতা পেতে দলীয় কার্যালয় ফরম জমা দেন।

শারমিন মুক্তিযোদ্ধা মরহুম শাহাজান কমান্ডারের পুত্র উপজেলা যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্তর সহ-ধর্মিনী। তিনি চর লরেন্স খোকন চেয়ারম্যান বাড়ির জহিরুল ইসলাম কচির মেয়ে। তিনি চর লরেন্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএসএস (ডিগ্রি) পাশ করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে শারমিন ইতোমধ্যে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার প্রচার-প্রচারণা উপজেলাব্যাপী,ফেইসবুক, পোস্টার, ব্যানারে চেয়ে গেছে। এছাড়াও তাকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। উপকূলীয় এ জনপদের অবহেলিত নারীদের উন্নয়নে কাজ শুরু করেছেন। নদী ভাঙন কবলিত এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।

জানতে চাইলে শারমিন জাহান অরিন বলেন, নির্বাচনী মাঠে জনগণের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। নদী ভাঙন কবলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এ এলাকার অবহেলিত নারী সমাজের উন্নয়নের কাজ করছি। আগামীতেও তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। সামাজিক ব্যাধি নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধে কাজ করবো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পাবো বলে আশা করি।

Related Posts

en_USEnglish