লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে কমলনগর উপজেলায় সাধারণ সদস্য হিসেবে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মনিরুল ইসলাম রিপু, গিয়াস উদ্দিন মোল্লা পেয়েছে ৪৫ ভোট, ফয়সাল আহমেদ রতন ২৫ ভোট পেয়েছে।
এছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ৬৪ পেয়ে শারমিন জাহান অরিন এগিয়ে, ফারভিন আক্তার পেয়েছে ৩৩ ভোট, উম্মে কুলসুম পেয়েছে ১৩ ভোট, ফরিদা ইয়াসমিন লিকা পেয়েছে ৬ ভোট।
কমলনগর উপজেলায় এই প্রথম ১৭ অক্টোবর (সোমবার) সকাল ৯টায় ইভিএম জেলা পরিষদে সদস্য (ওয়ার্ডনং-৫), নারী সংরক্ষিত ওয়ার্ড নং-২ মাধ্যমে গ্রহণ শুরু হয় এতে নয়টি ইউনিয়নে সদস্য ৮১ জন, সংরক্ষিত নারী সদস্য ২৭ জন, ইউপি চেয়ারম্যান ৯ জন, উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যানসহ ১শ ২০ ভোট, এর মধ্যে ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ কেন্দ্রে আসেনি ও ১নং কালকিনি ইউনিয়নে ৫নং ওয়ার্ডের সদস্য শামসুল আলম, ২নং সাহেবের হাট ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সদস্য মারা যাওয়ায় সর্বমোট ১শ ১৭ ভোট গ্রহণ করে হয়।
জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।