ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার শহরটি কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এর বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভার সিয়ানজুরে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায়। বিএমকেজি জানিয়েছে, সুনামির কোনো সম্ভাবনা নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকার্তার কেন্দ্রীয় ব্যবসায়িক জেলায় কিছু লোক অফিস খালি করে ফেলে। অন্যরা বিল্ডিং এবং আসবাবপত্র নড়তে দেখেছে।