চলছে ২০২৩ সালের আইপিএলের ‘মিনি নিলাম’। আসন্ন আইপিএলের আগে দল গোছানোর লক্ষ্যে চলছে এই লড়াই। ভারতের কোচিতে আজ বেলা ৩টায় শুরু হয় ক্রিকেটারদের নিজ নিজ দলে ভেড়ানোর এই প্রক্রিয়া। এবারের মিনি নিলামে নাম ছিল চার বাংলাদেশি ক্রিকেটারের। তবে প্রথম দফায় টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসকে কোনো ফ্যাঞ্চাইজি না কিনলেও, নিলামের শেষ ধাপে এসে তাকে ৫০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।
Details coming soon…