অনন্য উচ্চতায় মাশরাফি

একজন জীবন্ত কিংবদন্তি, সফল অধিনায়ক, নেতা, দেশপ্রেমিক, অদম্য লড়াকুর নাম মাশরাফি বিন মুর্তজা। যদিও কোনো বিশেষণ দিয়েই তার বর্ণনা সম্ভব নয়। ছয় কিংবা সাতবার পাঁয়ে অস্ত্রোপচার হওয়ার পরও দমে না গিয়ে এ দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বীরোচিত ভূমিকা আর সঠিক নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটকে মজবুত একটা অবস্থানে নিয়ে গেছেন। দেখিয়েছেন কেবল তীব্র ইচ্ছেশক্তি থাকলেই, দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলে- অনেক কিছুই সম্ভব। তিনি নিজেই যে নিজের তুলনা তা আরো একবার প্রমাণ করলেন নড়াইল এক্সপ্রেস।
এবারের আসর নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচটি আসরের মধ্যে চারটির শিরোপা তুলে ধরলেন মাশরাফি বিন মুর্তজা। ভিন্ন তিন দলের অধিনায়ক হয়ে এ চারটি শিরোপা লাভ করেন তিনি।
বিপিএলের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে আলোচনা ছিল মাশরাফি কী পারবেন অধিনায়ক হিসেবে চতুর্থ শিরোপা ছুঁয়ে দেখতে? শিরোপা উঁচিয়ে ধরেই সে উত্তরটা দিয়ে দিলেন ম্যাশ। এর আগে চারবার মাঠে গড়িয়েছে বিপিএল। তিনবার শিরোপা ছুঁয়েছেন মাশরাফি।
এর মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুইবার এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে একবার। একবার তা বগলদাবা করেছেন সাকিব আল হাসান।
বিপিএলের প্রথম আসর মাঠে গড়ায় ২০১২ সালে। মাশরাফির নেতৃত্বে ওই আসরের ফাইনালে বরিশাল বার্নাসকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ঢাকা। পরের আসরের ফাইনালে চিটাগাং কিংসকে পরাজিত করে রাজধানীর দলটিকে শিরোপা এনে দেন তিনি।
২০১৫ সালে তৃতীয় আসরে নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ডেরায় ভেড়েন নড়াইল এক্সপ্রেস। সেবার তো ইতিহাসই রচনা করেন ডানহাতি পেসার। পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে জীর্ণশীর্ণ দলকে ট্রফি পাইয়ে দেন। এবার দিয়ে পাঁচ আসরের চারবারই ফাইনালে খেলছেন অভিজ্ঞ অধিনায়ক।
দূরদর্শী অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটে-বলে অনন্য নৈপুণ্য প্রদর্শন করে এবার উত্তরবঙ্গের দল রংপুর রাইডার্সকে শিরোপা তুলে দিয়েছেন মাশরাফি। ১২ ম্যাচে ৬ জয়ে টেনেহিঁচড়ে শেষ চারে জায়গা পাওয়া রংপুরই এখন চ্যাম্পিয়ন। এর কারিগর মূলত মাশরাফির নেতৃত্ব।




দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন রংপুর

ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ক্রিস গেইলের ১৪৬ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর করে ২০৬ রান করে ঢাকা। জবাব দিতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। শুরুটা অবশ্য ভালো হয়নি রংপুরের। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে ফিরিয়ে দেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। যদিও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রংপুরের। ব্র্যান্ডন ম্যাককালামকে নিয়ে পুরো ২০ ওভার খেলেন গেইল। একই সঙ্গে চলে চার ও ছক্কার ফুলঝুড়ি। ৩৩ বলে অর্ধশতকের পর ৫৭ বলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৬৯ বলে ১৮ ছক্কা এবং ৫ চারে ১৪৬ রানে অপরাজিত থাকেন গেইল।
অপরপ্রান্তে গেইলের মতো বিধ্বংসী না হলেও ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। ঢাকার বোলারদের মধ্যে উইকেট না পেলেও সফল বোলার সুনীল নারাইন। মাঠে গেইল ঝড়ের পরও নিজের ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান।
২০৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান ঢাকার ওপেনার মেহেদি মারুফ। স্কোরবোর্ডে এক রান যোগ হতেই নেই ইংলিশ ব্যাটসম্যান লিয়াম ডেনলি। এভাবে ধারাবাহিক বিরতিতে উইকেট হারানো ঢাকা ২০ ওভারে ১৪৯ রানে থামে। ঢাকার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন জহুরুল ইসলাম। ৩৮ বলে ২ ছক্ক ও ৪ চারে এই রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এছাড়া সাকিব ২৬, এভিন লুইস ১৫ ও সুনীল নারাইন ১৪ রান করেন।
রংপুরের হয়ে সোহাগ গাজী, নাজমুল হাসান ও ইসুদু উদানা প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মাশরাফি, রুবেল ও বোপরা একটি করে উইকেট নেন।




হাজিরহাট মিল্লাত একাডেমী ও আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হচ্ছে

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কমলনগর উপজেলার হাজীরহাট মিল্লাত একাডেমীসহ নতুন করে আরও ৩৭টি উপজেলার হাইস্কুল জাতীয়করণ করা হবে। এসব স্কুল জাতীয়করণে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

একই সঙ্গে নতুন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনার চিঠি মাউশিতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩৭টি হাইস্কুল জাতীয়করণ করতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

মাউশিকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি স্কুল-কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ধারাবাহিকতায় ৩৭টি স্কুল জাতীয়করণে প্রধানমন্ত্রীর সম্মতিপ্রাপ্ত ৩৭টি স্কুল দ্রুত পরিদর্শন করে সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। একই সঙ্গে এসব স্কুলে সব ধরনের নিয়োগ, পদোন্নতি ও স্থাবর-অস্থাবর সম্মতি হস্তান্তরে দ্রুত নিষেধাজ্ঞা জারি করতে বলা হয়েছে।

অন্য স্কুলগুলো হলো, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীর শিবপুর উপজেলার শহীদ আসাদ কলেজিয়েট বালিকা স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের সখীপুর উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার পেকুপা উপজেলার পেকুয়া মডেল জিএসসি ইনস্টিটিউশন, ফেনীর পরশুরাম উপজেলার পরশুরাম মডেল পাইলট হাইস্কুল, কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নালঙ্গকোট উপজেলার নাঙ্গলকোট এআর মডেল উচ্চ বিদ্যালয়, তিতাস উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ, মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহারাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, বিজয়নগর উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয়, সিলেটের ওসমানীনগর উপজেলার মঙ্গচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়, রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা উচ্চ বিদ্যালয়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া মডেল উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তেতুঁলিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছার ঝিকরগাছা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর উপজেলার কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা উপজেলার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর উপজেলার মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ উপজেলার বাখেরগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী উপজেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বরগুনার তালতলী উপজেলার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালীর রাঙ্গবালী উপজেলার মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়, নাটোরের লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয়।

এ ব্যাপারে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, স্কুলগুলো দ্রুত পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাব। শিক্ষক-কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও স্থাবর-অস্থাবর সম্মতি হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করব।




বাড়ি ফেরা আর হলো না ছবরিনের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিক্সা থেকে পড়ে ছবরিন আক্তার (১১) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে রামগতি-সোনাপুর সড়কে উপজেলার মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ছবরিন আক্তার রামগতি রব্বানিয়া ফাযিল(ডিগ্রি) মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী ও বড়খেরী গ্রামের মাইন উদ্দিনের মেয়ে।
নিহত ছবরিন আক্তার কে আশঙ্কাজনক অবস্থায় বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা জানায়, মাদ্রাসা থেকে পরীক্ষা শেষে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিল ছবরিন। মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্নে গেলে অটোরিক্সা থেকে সে পড়ে যায়। এসময় বিপরিত দিক থেকে আসা লেগুনার সাথে ধাক্কা লাগে। দ্রুতগতির যাত্রীবাহী লেগুনাটি সদর আলেকজান্ডার থেকে রামগতি যাচ্ছিলো।
বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইহ্তে শামুল গণি ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই ওই মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে।
বেপরোয়া অটোরিক্সা চালানোকে দায়ী করছেন স্থানীয়রা। এরআগেও রুপা নামের এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছেন। এভাবেই প্রতিনিয়ন চলছে বেপরোয়া অটোরিক্সা আর ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।




কমলনগরে ৩দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ৩দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর বৃহস্পতি, শুক্রবার ও শনিবার এ মাহফিল অনুষ্ঠিত হইবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাসুল পাক (সা:) একত্রিশতম বংশধর চট্রগ্রাম আন্দার কিল্লা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত আল্লামা সাইয়েদ আনোয়ার হোছাইন তাহের জাবেরী আল মাদানী। বিশেষ অতিথি পীর সাহেব বরগুনা হযরত মাওলানা হেলাল উদ্দিন ওসমানী, মাওলানা ইছমাইল, ভোলার প্রখ্যাত ওয়ায়েজিন মাওলানা ইয়াকুব শরীফসহ আরও দেশ বরেন্য ওয়ায়েজিনগন উক্ত মাহফিলে ওয়াজ করিবেন। সভাপতিত্ব করবেন হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি (প্রস্তাবিত কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী।




কমলনগরের উন্নয়ন ও অসহায়দের কাজ করতে চান রেবেকা মহসিন

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের মানুষের ভাগ্য উন্নয়ন ও অসহায়দের জন্য নিবেদিতভাবে কাজ করতে চান রেবেকা মহসিন। পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়াতে চান তিনি। যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং নারীদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করতে প্রস্তুত রেবেকা মহসিন। রাজনীতিতে দক্ষতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারীকে সাফল্য সনদ দিয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকা কার্যালয়ে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রেবেকা মহসিন কমলনগর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিনের স্ত্রী। তাঁর রাজনৈতিক জীবনে নারীদের অধিকারের জন্যে কাজ করছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নারীদেরকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় করেন। কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২০০৫ সালের ২৭ নভেম্বর রেবেকা মহসিনকে সাফল্য সনদ দেন। কমলনগর উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়দের আগ্রহে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।




বাবা ফিরবেন অপেক্ষায় সন্তানরা, ৪ বছর ধরে কাঁদছেন স্ত্রী

লক্ষ্মীপুর :
৪ বছর ধরে লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েলের (৩৭) অপেক্ষায় রয়েছেন পরিবার। ২০১৩ সালের ১২ ডিসেম্বর থেকে তার খোঁজ নেই।
তিনি আদৌ জীবিত না মৃত নিশ্চিত নয় পরিবার। এমন বাস্তবতায় মৃত হলেও জুয়েলের মরদেহটি ফিরে পেতে চায় পরিবারের সদস্যরা। যেন তার শেষ চিহ্নটুকু স্মৃতি হিসেবে আগলে রাখতে পারে।
পরিবার ও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৩ সালের ১২ ডিসেম্বর বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর পায়ে গুলি করে আটক করা হয়।
এর জের ধরে লক্ষ্মীপুরের চক বাজারে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা করে র্যাব-১১ এর সদস্যরা। এ সময় যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল গুলিবিদ্ধ হন।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে র্যাব সদস্যরা তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান (৪৫), শিবিরকর্মী শিহাব উদ্দিন (১৫) ও যুবদলকর্মী সুমন (৩৫) নিহত এবং কয়েকজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন।
একপর্যায়ে জেলা পুলিশ লাইনস এলাকায় সড়কে র্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। তখন ঢাকা থেকে হেলিকপ্টারে গোলাবারুদ নিয়ে অতিরিক্ত র্যাব এসে অবরুদ্ধদের উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৪ বছর ধরে জুয়েলের পথ চেয়ে আছেন স্ত্রী মনোয়ারা বেগম, তার কলেজপড়ুয়া মেয়ে তাছিয়া মাহমুদ নাহাদি, স্কুলপড়ুয়া তাছিয়া মাহমুদ তাহা ও ছেলে মোতাহের বিন মাহমুদ লাবিব। সন্তানদের বিশ্বাস, একদিন বাবা ফিরবেন। আর স্বামীর ফেরার পথ চেয়ে কাঁদছেন স্ত্রী।
এদিকে, ১২ ডিসেম্বর নিহত এবং আহত নেতা-কর্মীদের স্মরণে লক্ষ্মীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে দলের কেন্দ্রীয়, জেলা ও সিনিয়র নেতাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।
জুয়েলের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, মানুষ মারা গেলে স্মৃতি হয়ে থাকে কবর। কিন্তু আমার স্বামীর সেই কবরও নেই। এ নিয়ে সন্তানদেরকে সান্ত্বনা দিতে গিয়ে লুকিয়ে কাঁদতে হয়। এমন অভাগা মা আমি সন্তানদের সান্ত্বনা দেয়ার ভাষা আমার নেই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, এটি একটি কালো অধ্যায়। অন্যায়ভাবে সেদিন আমার পায়ে গুলি করা হয়েছে। উল্টো এখন র্যাবের দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে। র্যাব জুয়েলকে হত্যার পর লাশ তুলে নিয়েছে। এখনও তার পরিবার পরিবার অপেক্ষায় আছে।
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ন্যাক্কারজনকভাবে আমাদের নেতা-কর্মীদের গুলি করে হত্যা ও পঙ্গু করা হয়েছে। আওয়ামী লীগ সরকার এ ঘটনার তদন্ত এবং বিচারও করবে না। বিএনপি ক্ষমতা আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে।




গ্লোবাল স্কুল এন্ড কলেজে শিক্ষক নেবে : আবেদন করুন

লক্ষ্মীপুর : শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপ্রাপ্ত লক্ষ্মীপুরের কমলনগরের ‘গ্লোবাল স্কুল এন্ড কলেজে’ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
সোমবার (১১ ডিসেম্বর) দৈনিক মেঘনারপাড় পত্রিকায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও শরীর চর্চা বিষয়ে শিক্ষক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা স্মাতক/স্মাতক সন্মান।
২০ ডিসেম্বরের মধ্যে অধ্যক্ষ বরাবর ২ কপি ছবি ও প্রয়োজনী কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়।
আবেদন পাঠানোর ঠিকানা : অধ্যক্ষ, গ্লোবাল স্কুল এন্ড কলেজ, ডাকঘর-চর লরেন্স খাসেরহাট, উপজেলা-কমলনগর, জেলা-




দাখিল পরীক্ষা ২০১৮ এর সময়সূচি




কুমিল্লাকে ১৯৩ রানের টার্গেট দিল রংপুর

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স।

ফাইনালে উঠার লড়াইয়ে সোমবার ব্যাটিংয়ে নেমে মিরপুরে রীতিমতো কুমিল্লার বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন রংপুরের দুই ব্যাটসম্যান ব্রান্ডন ম্যাককালাম ও জনসন চার্লস। জনসন ১০৫ ও ম্যাককালাম ৭৮ রান করেন।

তাদের দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।

কুমিল্লার হয়ে হাসান আলী, মেহেদী হাসান ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে, রবিবার সন্ধ্যায় টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। তবে খেলা শুরুর ৭ ওভারের মাথায় বৃষ্টি বাগড়া দিলে খেলা বন্ধ হয়ে যায়। সোমবার সন্ধ্যা ছয়টায় ফের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে রংপুর। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে জিতবে সেই দল ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটসের।